Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ই তথ্য কোষ

ই তথ্য কোষ

 

বাংলাদেশের সকল উপজেলা ইউনিয়নকে নিয়ে একটি ইউএনডিপির সহযোগিতায় দেশের সর্ববৃহ্ত্‍ তথ্য ভান্ডার ই তথ্য কোষ চালু করা হয়েছে.এই বিশাল তথ্য ভান্ডার আজ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা ।বাংলাদেশ এবং এর জনগণ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, আইন ও মানবাধিকার, পর্যটন, কর্মসংস্থান, নাগরিক সুযোগ-সুবিধা, নন-ফার্ম এন্টারপ্রাইজেস, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, শিল্প-বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে প্রচুর তথ্য রয়েছে ই তথ্য কোষে পাওয়া যাবে ভিডিও অডিও ছবি ও এ্যানিমেশন আকারে দেশের প্রত্যেক গ্রামের তথ্য ।৫০ হাজার পৃষ্ঠার এই ই তথ্যকোষে চার ঘণ্টার অডিও এবং ২২ ঘণ্টার ভিডিও ফুটেজ রয়েছে।দুই শতাধিক সরকারি ও বেসরকারি সংস্থার অংশগ্রহণে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং এটুওয়ান যৌথভাবে এই ই তথ্য কোষ তৈরি করেছে। তথ্য সহজে খুজেঁ পেতে যোগ করা হয়েছে একটি সার্চ বাটন বাংলায় সার্চ দিলে ই তথ্যকোষ সহজে আপনাকে তথ্য খুজে এনে দিবে ।

সাইটির ঠিকানা:

http://infokosh.gov.bd/