ধামগড় ইউনিয়ন নাম করনের ইতিহাস:
জনশ্রুতি আছে যে, তৎকালীন ব্রিটিশ শাসন আমলে পশ্চিম বঙ্গের উড়িষ্যা হতে জমিদার কুলাদা কান্ত রায় শীতলক্ষ্যা নদীর পূর্ব অববাহিকায় বর্তমান ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন বসতি স্থাপন করেন। নদী অববাহিকা হওয়ায় কাল ক্রমে অত্র এলাকার ব্যবসা বানিজ্য ও জনবসতি ধীরে ধীরে প্রসার ঘটতে থাকে। এক পর্যায়ে অত্র এলাকাটি ব্যবসায়িক কেন্দ্র বিন্দুতে পরিনত হওয়ায় তৎকালীন জমিদার কুলাদা কান্ত রায় “ধামগড়” নামে জায়গাটির নাম রাখেন। ১৯৬১ সালে আর এই ধামগড় এলাকার নাম অনুসারে-ই ধামগড় মদনপুর ইউনিয়ন কাউন্সিল নামে নামকরন করা হয়। পরবর্তীতে ১৯৬৪ সালে ধামগড় মদনপুর হইতে বিভক্ত হয়ে ধামগড় ইউনিয়ন কাউন্সিল নামে নাম করন হয়। পরবর্তীতে ১৯৭১সালে ইউনিয়ন ধামগড় ইউনিয়ন কাউসিন্সল নাম পরিবর্তন হয়ে ধামগড় ইউনিয়ন ত্রান কমিটি হয়। ১৯৭২ সালে ইউনিয়ন ত্রান কমিটি ভেঙ্গে নাম করন করা হয় ধামগড় ইউনিয়ন পঞ্চায়েত। ১৯৭৩ সালে ইউনিয়ন পঞ্চায়েত কমিটি পরিবর্তন করে নাম করন করা হয় ধামগড় ইউনিয়ন পরিষদ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS